খুলনার এফআর জুট মিলের আগুন জ্বলছেই

খুলনার আটরায় বাইপাস সড়কের এফআর জুট মিলস লিমিটেডে গতকাল মঙ্গলবার দুপুরে লাগা আগুন আজ বুধবারও জ্বলছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল জানান, পাটে লাগা আগুন তিন-চার দিন ধরে থেকে থেকে জ্বলে। আজ বুধবারও তাঁদের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। কিন্তু আশপাশে জলাধার না থাকায় আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে।
সোনালী ব্যাংক খুলনা করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) গোপাল চন্দ্র গোলদার জানান, জুট মিলে আগুন লাগা এবং ক্ষতিপূরণ তদন্তে এজিএম শহিদুল আলমকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গোপাল চন্দ্র গোলদার আরো জানান, এফআর জুট মিলসের গুদামে তিন লাখ ৬৫ হাজার ৫০১ মণ পাট এবং এক হাজার ৮২৬ মেট্রিক টন পাটপণ্য ছিল, যার বাজারমূল্য ৮৮ কোটি ৫৮ লাখ টাকা। ব্যাংকের বিনিয়োগ ছিল ৮০ কোটি টাকা ।
অগ্নিকাণ্ডের ব্যাপারে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, এফআর জুট মিলের মহাব্যবস্থাপক (জিএম) তাজুল ইসলাম বুধবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে আটটি গুদামে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭৫ কোটি টাকা দাবি করা হয়েছে। জিডিতে আগুনের সূত্রপাত শটসার্কিট বলে উল্লেখ করা হয়েছে এবং আটটি গুদামের নাম উল্লেখ করে সব পাট পুড়ে বিনষ্ট হয়েছে বলে দাবি করা হয়েছে।
গুদামজাত পাটে ব্যাংক ঋণের বিপরীতে গ্রিন ডেল্টা ইনস্যুরেনস, প্রগতি ইনস্যুরেনস ও পাইনিয়ার ইনস্যুরেনসে মোট ১৭০ কোটি টাকার বিমা করা রয়েছে। বুধবার ঢাকা থেকে তিনটি সার্ভে টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গ্রিন ডেল্টা ইনস্যুরেনস কোম্পানির নির্বাহী পরিচালক শাহ জাহাঙ্গীর আবেদ জানান, একই প্রতিষ্ঠানে দুই বছর আগে একদফা অগ্নিকাণ্ড ঘটেছিল। সেই সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের কাছে ১৬ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল। তিনি প্রশ্ন রেখে বলেন, একই প্রতিষ্ঠানে বার বার আগুন লাগে কীভাবে?
আবেদ বলেন, ঘটনাটি রহস্যজনক। তিনি আরো জানান, এর আগের অগ্নিকাণ্ডে ১৬ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করলেও পরে তারা আট কোটিতে ক্ষতিপূরণ নিতে সম্মতি জানায় রহস্যজনকভাবে। এখনো সেই ক্ষতিপূরণের দাবি নিষ্পত্তি হয়নি।
গ্রিন ডেল্টা ইনস্যুরেনসের নির্বাহী পরিচালক আরো জানান, এফআর জুট মিলে সব মিলে তাদের ১৭০ কোটি টাকার বিমা করা রয়েছে।
গ্রিন ডেল্টা ইনস্যুরেনস কোম্পানির ঢাকা থেকে আসা অপর এক নির্বাহী পরিচালক কবির আহমেদ চৌধুরী জানান, মঙ্গলবার তাঁদের বলা হয়েছিল, চারটি গুদামে আগুন লেগেছে। আজ বুধবার দেখানো হচ্ছে মোট আটটি গুদাম পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। তিনি ২৪ ঘণ্টা পরও আগুন জ্বলতে দেখে ক্ষোভ প্রকাশ করেন।
কবির আহমেদ জানান, এফআর জুট মিলের বিমার ৭০ শতাংশ গ্রিন ডেল্টা, ১০ শতাংশ প্রগতি, ১০ শতাংশ ইস্টার্ন ও ১০ শতাংশ পাইওনিয়ার ইনস্যুরেনসে বিমা করা। তিনি আরো জানান, ঢাকা থেকে এশিয়ান সার্ভে, আটলান্টা সার্ভে ও জনতা সার্ভের তিনজন প্রতিনিধি এসেছেন।
এ ব্যাপারে এফআর জুট মিলের জিএম মো. তাজুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেন।