ঝিনাইদহে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪

ঝিনাইদহে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি
ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের জানান, সন্ত্রাস-নাশকতাবিরোধী বিশেষ অভিযান চলছে। এ অভিযানের অংশ হিসেবে জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থান থেকে দুই বিএনপি, এক জামায়াত, এক শিবিরকর্মীসহ ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি বলে জানান তিনি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার।