রাস্তা পার হচ্ছিল মা-মেয়ে, বাস কেড়ে নিল মেয়েকে

খুলনার খালিশপুরে বিএডিসির রাস্তা পার হচ্ছিল মা-মেয়ে। এ সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলে মেয়ের মৃত্যু হয়। আর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মা।
আজ বুধবার সকাল ৮টার দিকে খালিশপুর থানা এলাকায় আলমনগর খোঁড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম তামিমা আক্তার তন্বী (৬)। তার বাবার নাম দুলাল শেখ। আহত হন শিমুল আক্তার (৩৫)। তাঁদের বাড়ি খালিশপুরের আলমনগর এলাকায়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারেফ হোসেন জানান, সকালে দোকানে যাওয়ার জন্য সড়ক পার হচ্ছিলেন মা-মেয়ে। এ সময় বাসটির ধাক্কায় ঘটনাস্থলে তন্বীর মৃত্যু হয়। স্থানীয়রা শিমুল আক্তারকে অচেতন অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ওসি আরো জানান, বাসটি বিআরটিসির বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে স্থানীয়রা অন্য একটি বিআরটিসি বাস ভাঙচুর করে। এই বাস স্থানীয় স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল।