সিরাজগঞ্জে বিপৎসীমার ওপরে যমুনার পানি

যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এই নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়ে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
urgentPhoto
এদিকে, গত পাঁচ দিনে জেলার কাজীপুর, বেলকুচি, চৌহালী ও সদর উপজেলার ২৯টি ইউনিয়নের অন্তত কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। কমপক্ষে ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ওঠায় ক্লাস স্থানান্তর করা হয়েছে।
চৌহালীর তিনটি ইউনিয়নে দেখা দিয়েছে নদীভাঙন, যে কারণে চরম দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের মানুষ।
এ ছাড়া কাজীপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্রামে পাউবোর তীর রক্ষা বাঁধের ওপর দিয়ে যমুনার পানি প্রবেশ অব্যাহত থাকায় পার্শ্ববর্তী ঢেঁকুরিয়া হাটে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে এসব এলাকার মানুষ নতুন করে দুর্ভোগে পড়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। বানভাসি মানুষ স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।
জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন জানান, জেলার কাজীপুর, বেলকুচি, চৌহালী ও সদর উপজেলার বন্যার্তদের জন্য সোমবার ৩৭ টন চাল ও ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।