যাত্রীবাহী অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/26/photo-1440566322.jpg)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দুজন। আজ বুধবার সকাল ৮টার দিকে মহাসড়কের গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা ব্যক্তিরা হলেন অ্যাম্বুলেন্সের চালক রাজা হোসেন (১৮), অ্যাম্বুলেন্স থাকা রোগী সাঈদ মোল্ল (৭০) ও তাঁর ছেলে নয়ন মোল্লা (৩৭)। তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার জেলার আশুগঞ্জ থানার তারুয়া গ্রাম থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, আজ সকালে মহাসড়কের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে ভুলতার স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুজন মারা যায়।
এসআই জানান, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন, তবে ট্রাকটি হাইওয়ে পুলিশের অধীনে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এর আগে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন, এ ঘটনায় চালকসহ চারজন নিহত হন। আর অ্যাম্বুলেন্সে থাকা সবাই সাধারণ যাত্রী ছিলেন। অ্যাম্বুলেন্সটি যাত্রী বহন করছিল।