উল্লাপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলু সরকারের ছেলে সলপ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছোটনের সঙ্গে একই উপজেলার ভদ্রকোল গ্রামের ছাত্রলীগকর্মী মামুনের ব্যবসায়িক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে আজ সকালে মামুনের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ছোটনের ওপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে ছোটনের দুই ভাই কিরণ ও হিরা এবং তাঁর চাচাতো ভাই সোলায়মানের ছেলে মতিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।