ফিটনেসবিহীন গাড়ি নিয়ে সেতুমন্ত্রীর ফের হুঁশিয়ারি

গাজীপুরের চন্দ্রায় সম্প্রসারিত সড়কের কাজ পরিদর্শনে এসে আজ বুধবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি
আসন্ন কোরবানির ঈদে সারা দেশে মহাসড়কের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। আর ফিটনেসবিহীন যানবাহন কোরবানির পশু পরিবহন করলে চালক ও মালিক উভয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার বিকেলে গাজীপুরের চন্দ্রায় সম্প্রসারিত সড়কের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
এ সময় ওবায়দুল কাদের আরো বলেন, চন্দ্রার মোড়ে নতুন করে বাইলেন তৈরি করা হয়েছে। এতে এখানকার একটি সুন্দর সমাধান হয়েছে। আশা করি, আগামী ঈদে এবং পরবর্তী সময়ে এখানে আর কোনো ধরনের যানজট হবে না।
পরিদর্শনকালে গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সবুজ উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।