বার কাউন্সিল নির্বাচন : চট্টগ্রামে ইব্রাহীম হোসেন জয়ী

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী সি অঞ্চলে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন এক হাজার ৮২২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের অ্যাডভোকেট কবির চৌধুরী পেয়েছেন এক হাজার ৭১১ ভোট।
আজ বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে এ নির্বাচন শেষ হয় বিকেল ৫টায়। উৎসব মুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে শেষ হয় বার কাউন্সিলের এ নির্বাচন। চট্টগ্রাম আইনজীবী সমিতির সাড়ে তিন হাজার ভোটারের মধ্যে প্রায় দুই হাজার ৪০০ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল পেয়েছেন এক হাজার ২০২ ভোট। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের অ্যাডভোকেট কবির চৌধুরী পেয়েছেন এক হাজার ৭৫ ভোট।
এদিকে কক্সবাজারে সম্মিলিত আইনজীবী সমম্বয় পরিষদের মনোনীত প্রার্থী ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল পান ২৮৯ ভোট। ফেনীতে ৮৯ ভোট, লক্ষ্মীপুরে ৮৫, নোয়াখালীতে ১৫৭ ভোট। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের কবির চৌধুরী কক্সবাজারে ২৮১, ফেনীতে ৮৪, লক্ষ্মীপুরে ৯১ ও নোয়াখালীতে ১৮০ ভোট পান।
চট্টগ্রাম আইনজীবী সমিতি ছাড়াও কক্সবাজার, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির সদস্যরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। বার কাউন্সিলের নির্বাচনে ৬১ জন প্রার্থী ১৪টি পদে ভোট দেন।