‘মহাসড়কে ফিটনেসবিহীন যান উঠলে ব্যবস্থা’

দেশের মহাসড়কগুলোতে ফিটনেসবিহীন যানবাহন চালানো যাবে না বলে আবারও সতর্ক করে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফিটনেসবিহীন যান মহাসড়কে উঠলে এর চালক ও মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এ ছাড়া থ্রি হুইলার মহাসড়কে চলতে না দেওয়ায় এরই মধ্যে দুর্ঘটনা কমে এসেছে বলেও দাবি করেন মন্ত্রী।
urgentPhoto
আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় মহাসড়কে সড়ক বিভাজকের নির্মাণকাজ পরিদর্শন শেষে এসব কথা জানান ওবায়দুল কাদের। ঈদপূর্ব প্রস্তুতি উপলক্ষে আন্তমন্ত্রণালয়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া কোরবানির পশুর হাট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আসন্ন ঈদের আগে মহাসড়কের ওপরে ও আশপাশে কোরবানির পশুর হাট বসানো যাবে না। কেউ এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
ঈদের আগে মহাসড়কে যানজট কমাতে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোর মধ্যে আড়াই কোটি টাকা ব্যয়ে গাজীপুরের চন্দ্রা এলাকায় বাইলেন এবং আট কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে চারটি সড়ক বিভাজক নির্মাণের কাজ ৭০ ভাগ শেষ হয়েছে বলে সাংবাদিকদের জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আগামী ১৭ সেপ্টেম্বর এগুলো উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।
এর আগে মন্ত্রী মহাসড়কে চলাচলরত যানবাহন চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং সঠিক কাগজপত্রসহ চালানো গাড়ির চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাব উদ্দিন খান, পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু রওশন, সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়, সেতু বিভাগ, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।