উন্নতজাতের অধিক আখ আবাদের আহ্বান

আধুনিক পদ্ধতিতে অধিক জমিতে উন্নত জাতের আখ আবাদ করে চিনিকলকে লাভবান করতে আখচাষিদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন। এ সময় তিনি দেশীয় চিনিশিল্পকে বিকশিত করতে চাষিদের উন্নত বীজ, সার সরবরাহ, ভর্তুকি প্রদানসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
আজ শুক্রবার দুপুর ১২টায় দেশের বৃহত্তম চিনিকল জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের সাধারণ মিলনায়তনে আখচাষি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান কে এম দেলোয়ার হোসেন।
এ সময় সমাবেশে অন্যান্যের মধ্যে চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের ইক্ষু উন্নয়ন ও গবেষণা বিভাগের পরিচালক আজিজুর রহমান, জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালামসহ আখচাষি কল্যাণ সমিতির নেতারা বক্তব্য দেন।
এর আগে চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান জয়পুরহাট সুগার মিলের কারখানা পরিদর্শন করেন এবং শ্রমিক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে চেয়ারম্যান সুগার মিল জামে মসজিদের পাশে একটি নাক ফজলি আমের চারা রোপণের মাধ্যমে প্রস্তাবিত ‘নাক ফজলি আম বাগান’-এর উদ্বোধন করেন।