‘প্রেমের প্রস্তাবে রাজি’ না হওয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় চুয়াডাঙ্গায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে। ওই ছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকার হাজরাহাটি কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রানা (১৭) নামের এক শ্রমিককে দুপুর ২টার দিকে ঘোড়ামারা এলাকা থেকে আটক করে পুলিশ। সে একটি পেট্রলপাম্পে কাজ করে। রানা পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই ছাত্রী সকালে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। পথে গ্রামের কবরস্থানের কাছে এলে রানা পেছন থেকে তার কোমরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী জানায়, চুয়াডাঙ্গা শহরের সর্দারপাড়ার রানা দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল রানা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন জানান, স্কুলছাত্রীকে কিডনির ঠিক একটু নিচে ছুরিকাঘাত করা হয়েছে। এ জন্য তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে সে এখন ঝুঁকিমুক্ত।
এদিকে খবর পেয়ে জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ ও পুলিশ সুপার মাহবুবুর রহমান আহত ছাত্রীকে দেখতে সদর হাসপাতালে যান।
পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, ঘটনা শোনার পরপরই দ্রুত অভিযান চালিয়ে রানাকে আটক করা হয়েছে। তার যাতে সর্বোচ্চ শাস্তি হয়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।