চট্টগ্রামে শিক্ষকদের প্রশিক্ষণ দিল রবি

চট্টগ্রামের খুলশী এলাকার একটি রেস্তোরাঁয় আজ শুক্রবার সকালে মোবাইল ফোন অপারেটর রবির উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ছবি : এনটিভি
শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রযুক্তিতে অগ্রসর করতে শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করেছে মোবাইল ফোন অপারেটর রবি।
আজ শুক্রবার সকালে চট্টগ্রামের খুলশী এলাকার একটি রেস্তোঁরায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন রবির নির্বাহী করপোরেট অফিসার মতিউল ইসলাম নওশাদ, ইকরামুল কবির ও চট্টগ্রামের স্কুল পরিদর্শক শাহেদা আক্তার। বক্তারা কম্পিউটার প্রযুক্তি আয়ত্ত করতে ছেলেমেয়েদের ইংরেজি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।
কর্মশালায় বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষক অংশ নেন।