মাইক্রোবাস খাদে, একই পরিবারের তিনজন নিহত
জামালপুরে মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বকশীগঞ্জ উপজেলার কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
urgentPhoto
নিহতরা হলেন বাবুল (৪৩), তাঁর স্ত্রী শিল্পী (৩০) ও তাঁদের ছেলে আব্দুল্লাহ (১০ মাস)। এ ঘটনায় আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বকশীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন জানান, সৌদি আরব থেকে আসা ছোট ভাই বাদশাকে নিয়ে ঢাকা থেকে একটি মাইক্রোবাসে করে কুড়িগ্রামের রাজিবপুর যাচ্ছিলেন বাবুল ও তাঁর পরিবার। গাড়িটি নতুনবাজার কুলুরবাড়ি এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
এ ঘটনায় গাড়ির চালক আবু বকর, বাবুলের সৌদি প্রবাসী ভাই বাদশা, রিপন ও সাইদুর রহমান নামের চারজন আহত হয়েছেন। চালক ছাড়া সবাই একই পরিবারের সদস্য। নিহত ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এএসআই আলাউদ্দিন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাসিনুর রহমান জানান, এ ঘটনায় মাইক্রোবাসের চালক আবু বকরকে আটক করা হয়েছে।