মেহেরপুরে অর্ধশতাধিক ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে

গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত মেহেরপুর সদর উপজেলার শৈলমারী মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধ শতাধিক ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে বিদ্যালয়ে পাঠদান চলার সময় আকস্মিক এ ঘটনা ঘটে।
শৈলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হোসেন জানান, বিদ্যালয়ের পাঠদান চলাকালে সপ্তম শ্রেণির ছাত্রী সানজিদা খাতুন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে চিকিৎসকের কাছে পাঠানোর প্রস্তুতি চলাকালে সে অচেতন হয়ে পড়ে। তার দেখাদেখি বিভিন্ন শ্রেণির ৪৮ জন ছাত্রী অসুস্থ ও অচেতন হড়ে পড়ে। দ্রুত তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. অলোক কুমার দাস জানান, গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ একজনের দেখাদেখি তার সঙ্গীরা অসুস্থ হয়ে পড়ে। তবে এতে দুশ্চিন্তার কিছু নেই। প্রাথমিক চিকিৎসায় ছাত্রীরা দ্রুত সুস্থ হয়ে উঠবে।