বিএনপি মাছ খায় না, ঝোল খায় : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিএনপির উদ্দেশে বলেছেন, ‘বিএনপি মাছ খায় না, মাছের ঝোল খায়।’
আজ বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ মুক্তমঞ্চে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিকে বেঞ্চ ও বেড বিতরণী সমাবেশে কৃষিমন্ত্রী এ কথা বলেন।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘বিএনপি ইলেকশন করে না। মাছ খায় না। মাছের ঝোল খায়। জাতীয় নির্বাচন করে না। মেয়র ইলেকশন করে। পৌরসভা ইলেকশন করে। তখন আর এটা ইলেকশন না। কাজেই এই যে দ্বিচারিতা, এটা মানুষ বোঝে। আজকে নির্বাচন সময় মতো হবে। যারা নির্বাচনে আসবে ভালো, না আসলে নির্বাচন ঠেকে থাকবে না। নির্বাচন হবে ইনশা আল্লাহ।’
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী উপজেলার ১৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৮৪০ জোড়া লোহার বেঞ্চ ও কমিউনিটি ক্লিনিকগুলোতে পাঁচটি ডেলিভারি বেড বিতরণ করেন।
এ সময় শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গনিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।