‘আপনারা ড্রোন পাঠাইয়া সাফা কইরা দিতেন’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/30/photo-1440948225.jpg)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। অবিলম্বে অভিযুক্তদের বাংলাদেশে ফেরত পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
আজ রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউ মিলনায়তনের সামনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোকর্যালি-পূর্ব সমাবেশে বক্তারা এ দাবি জানান।
urgentPhoto
শোকের মাস উপলক্ষে আওয়ামী লীগের টানা ৪০ দিনের কর্মসূচির অংশ হিসেবে ৩০তম দিনে শোকর্যালির আয়োজন করে মহানগর আওয়ামী লীগ।
সমাবেশে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘যেসব দেশ তাদের (বঙ্গবন্ধুর পলাতক খুনি) আশ্রয় দিয়েছে তাদের উদ্দেশে বলতে চাই- আপনাদের প্রধানমন্ত্রীকে মেরে ফেলে যদি কেউ বাংলাদেশে ঠাঁই নিত, আপনারা কী করতেন? আপনাদের রাষ্ট্রপতিকে কেউ হত্যা করে যদি বাংলাদেশে আশ্রয় নিত, আপনারা কী করতেন? বসে থাকতেন? মানবাধিকারের কথা বলতেন? গণতন্ত্রের কথা বলতেন? আপনারা ড্রোন পাঠাইয়া বাংলার মানুষকে সাফা কইরা দিতেন- এটা আমরা ভালো কইরা জানি।’
সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘যারা এখনো আদর্শিকভাবে পাকিস্তানের চিন্তা চেতনা ধারণ করে সে পাকিস্তানের এজেন্ট বিএনপি ও জামায়াত যারা বঙ্গবন্ধু হত্যায় পেছন থেকে মদদ জুগিয়েছিল বাংলার মাটিতে তাদের এ আদর্শের চিরতরে কবর না হবে তত দিন সোনার বাংলা গঠন করা দুরূহ হবে। যারা জঙ্গিবাদের মদদ দেয়, জঙ্গি প্রতিষ্ঠা করে দুর্নীতিবাজ সেই বিএনপি-জামায়াতকে বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত করব- এটাই হবে আজকে আমাদের শপথ।’
সমাবেশ শেষে শোকর্যালিতে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে অংশ নেন কেন্দ্রীয় নেতারাও। র্যালিটি শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি হয়ে ধানমণ্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়।