খুলনা সিটিতে শেষ দিনের প্রচারণায় বাধা বৃষ্টি

খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের প্রচারণার শেষ দিনে বাধা হয়ে দাঁড়াল দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বৃষ্টি। আজ রোববার সকাল সাড়ে ৮টায় বৃষ্টিপাত শুরু হওয়ায় অনেকেই প্রচারণার কাজ করতে পারেননি।
তবে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেক বৃষ্টির মধ্যেই দৌলতপুর এলাকায় প্রচারণা চালান। তিনি বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে বর্তমান সময়ের অনিয়ম তদন্ত করে জনসম্মুখে প্রচার করবেন।
বিএনপির মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু সকালে সংবাদ সম্মেলন করে গতকাল দুই হাজার নেতাকর্মীর বাড়িতে তল্লাশির কথা বলেন এবং এ নির্বাচন ভোট ডাকাতির দিকে যাচ্ছে বলেও শংকা প্রকাশ করেন।
নগরীর নিম্নাঞ্চল বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। বৃষ্টি মাথায় নিয়েই তালুকদার আবদুল খালেক দৌলতপুর ধোপাপাড়ায় আসেন এবং প্রচারণা চালান। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।
খালেক জানান, প্রচারণার শেষ দিনে একবেলা মহানগরী খুলনা ও আরেকবেলা দৌলতপুরে কাটাবেন। তিনি বলেন, বিএনপি মেয়র পদপ্রার্থী রোজ শুধু সংবাদ সম্মেলন করছেন। কিন্তু তাঁর কোনো কর্মী কোথাও কাজ করছে না। তিনি কোনো এলাকায় তার পক্ষে ভোট চাওয়ার কোনো লোকও দেখেননি।
তালুকদার আবদুল খালেক বলেন, তিনি মেয়র থাকাকালে অনেক প্রকল্প রেখে আসছিলেন। তিনি মেয়র হলে সেই প্রকল্পর অর্থ কোথায় গেছে তার তদন্ত করে প্রকাশ করা হবে।
বিএনপি মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু সকাল সাড়ে ৮টায় মিয়াপাড়ায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন। এতে তিনি গতকাল দুই হাজার নেতাকর্মীর বাসায় পুলিশের তল্লাশির অভিযোগ করেন। তিনি তাঁর পোলিং এজেন্ট গ্রেপ্তার হওয়ার দাবি করেন। তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের আশা বৃথা হতে বসেছে। সরকারি বাহিনী আর পুলিশের মনোভাব ভোট ডাকাতির দিকে যাচ্ছে।
মঞ্জু বলেন, তাদের নির্বাচনে আগ্রহ ছিল। সব কিছু চলছিল। কিন্তু সব বৃথা যেতে বসেছে।
গণতান্ত্রিক বাম মোর্চার মেয়র পদপ্রার্থী মিজানুর রহমান বাবুর প্রচারণায় আজ যোগ দেন সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স। দলীয় প্রার্থীদের নিয়ে তিনি দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড় এলাকায় গণসংযোগ করেন।
মিজানুর রহমান বাবু অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করেন।
একই সময় হাদিস পার্ক এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী এস এম শফিকুর রহমান। তিনি নির্বাচন নিয়ে কোনো শংকা নাই বলে জানান।
অপরদিকে, সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে ১০টি সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য ৫৯ জন মহিলা প্রার্থী প্রচারণা চালাচ্ছেন।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুস আলী বলেন, ভোটের দিনে আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে খোঁজ নিচ্ছেন তাঁরা এবং সেই হিসেবে ব্যবস্থা নেবেন। আজ থেকে নগরীতে বিজিবি টহল দেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।