চুয়াডাঙ্গায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা পৌরসভার বেলগাছি গঙ্গাচারা মাঠ থেকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম সান (২২)।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদর থানা পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত সান চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝেপাড় গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেলগাছি–মাখালডাঙ্গা সড়কের পাশে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা বেলগাছি গ্রামে এসে খবর দেয়। স্থানীয় পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
সানের পরনে ছিল কালো জিন্স প্যান্ট, মুখে ছিল হালকা দাঁড়ি। স্কচটেপ দিয়ে তাঁর মুখ আটকানো ছিল এবং গেঞ্জি দিয়ে চোখ বাঁধা ছিল।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান নিহত সানের পরিচয় নিশ্চিত করে জানান, তিনি একজন ছিনতাইকারী এবং সন্ত্রাসী। সানের নামে চুয়াডাঙ্গা সদর থানায় বিভিন্ন অপরাধমূলক আটটি মামলা রয়েছে।