সিরাজগঞ্জে বাসে পেট্রলবোমা, দগ্ধ ৪

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সড়কে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ওই বাসের চার যাত্রী দগ্ধ হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, রাতে ঢাকা থেকে রংপুরগামী চলনবিল পরিবহনের একটি বাসে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে ওই বাসের ১০ যাত্রী আহত হন। তাঁদের চারজন বোমায় দগ্ধ হন। বাকিরা তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন।
ওসি বলেন, বোমা ছোড়ার কিছুক্ষণের মধ্যেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় আহত ব্যক্তিদের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।