মেহেরপুরে গণমনস্তাত্ত্বিক রোগে ২০ শিক্ষার্থী হাসপাতালে

মেহেরপুর সদর উপজেলার শৈলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গণমনস্তাত্ত্বিক রোগে অর্ধশতাধিক ছাত্রী অসুস্থ হওয়ার দুইদিন পর আবারও একটি স্কুলে এ ধরনের ঘটনা ঘটেছে। এবার গাংনী উপজেলার ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের চার শিক্ষকসহ ২০ শিক্ষার্থী একই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান এনটিভি অনলাইনকে জানান, বিদ্যালয় চলাকালীন অষ্টম শ্রেণির ছাত্র সুমন হঠাৎ বমি করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। তার দেখাদেখি সহকারী শিক্ষক রাশিদুল ইসলাম, তোফাজ্জেল হোসেন, সালাহ উদ্দীন ও সাইদ হোসেন, দশম শ্রেণির ছাত্রী রিপা, সুমিতা, ইয়ামন, রোজিনা, ইভা, সপ্তম শ্রেণির শোভা, ষষ্ঠ শ্রেণির সাকিনা তানভির, অষ্টম শ্রেণির সুমন ও নবম শ্রেণির সাথীসহ অন্তত ২০ জন অজ্ঞান হয়ে পড়ে। তাদের সঙ্গে সঙ্গে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আরো কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আলাউদ্দীন আল আজাদ জানান, শিক্ষক-শিক্ষার্থীরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে। ভয়ের কিছু নেই। একজনের দেখাদেখি অন্যজন এ রোগে আক্রান্ত হয়। কিছুক্ষণ বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে।
এ দিকে ঘটনার পর বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে গত রোববার সদর উপজেলা শৈলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্রী অজ্ঞান হয়ে পড়লে তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন বিকেলেই সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়।