মাদক ব্যবসার দায়ে লাভলীকে যাবজ্জীবন

ঝিনাইদহে মাদক ব্যবসার দায়ে লাভলী বেগমকে আজ রোববার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ছবি : এনটিভি
ঝিনাইদহে মাদক ব্যবসার দায়ে লাভলী বেগম নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. গোলাম আযম আজ রোববার দুপুরে এই রায় দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৩ সালের ১৮ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রাম থেকে লাভলী বেগমকে আটক করে পুলিশ। সে সময় তাঁর কাছ থেকে ৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে। এ মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আসামির উপস্থিতিতে আদালতের বিচারক রায় ঘোষণা করেন।