রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন কামাল হোসেন (৪০) ও ওমর খাঁ (৩৫)। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার পূর্ব পাট্টা ইউনিয়নের বিলবিহারী গ্রামে এ বন্দুকযুদ্ধ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা থানার উপপরিদর্শক (এসআই) হাসিনা বেগম।
এসআই হাসিনা জানান, ২০০৪ সালে পাংশা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান হত্যার প্রধান আসামি ছিলেন কামাল। আর ওমর খাঁ আন্তজেলা ডাকাত দলের সদস্য ছিলেন বলে জানান তিনি।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে দুটি শুটার গান, একটি বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওসি আবু শামা মো. ইকবাল হায়াতসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি এসআই হাসিনার। তিনি জানান, ওমর খাঁর বিরুদ্ধে ডাকাতি-খুনসহ চারটি এবং কামালের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
এসআই হাসিনা আরো জানান, রাত সোয়া ৩টার দিকে আটক দুজনের স্বীকারোক্তি অনুযায়ী তাঁদের নিয়ে পূর্ব পাট্টা বিলবিহারী গ্রামের একটি বাগানে অস্ত্র উদ্ধারে গেলে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ ঘটনার পরপরই ডাকাতের সহযোগীরা পালিয়ে যায়। ওই দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাঁদের উদ্ধার করে প্রথমে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।