৮০৩ গুলি ভাঙারির দোকানে বিক্রি করতে গিয়ে ধরা

খুলনার ডুমুরিয়া উপজেলায় বিভিন্ন অস্ত্রের ৮০৩টি গুলিসহ আটক বিএম সোহেলসহ (গোল চিহ্নিত) পুলিশ কর্মকর্তারা। ছবি : এনটিভি
খুলনার ডুমুরিয়া উপজেলার শঙ্খ সিনেমা হলের পাশ থেকে এলএমজিসহ বিভিন্ন অস্ত্রের ৮০৩টি গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ। তিনি এই গুলিগুলো আজ সোমবার দুপুরে ভাঙারি হিসেবে দোকানে বিক্রি করতে গেলে পুলিশ তাঁকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান জানান, আজ দুপুরে বিএম সোহেল রানা এসব রায়হানের ভাঙারির দোকাকে বিক্রি করতে গেলে পুলিশ তাদের আটক করে। উদ্ধার হওয়া গুলির মধ্যে ৭৯০টি এলএমজির গুলি, চায়না রাইফেলের ১৩টি ও দুটি রাইফেলের ম্যাগাজিন পাওয়া যায়।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ বেগম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।