ব্রাশফায়ারে তিন পুলিশ হত্যায় ‘চরমপন্থী’ গ্রেপ্তার
পাবনার বেড়া উপজেলার ঢালারচরে ব্রাশফায়ারে তিন পুলিশ হত্যা মামলার আসামি আবদুল লতিফকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার শালাইপুর গ্রামে অভিযান চালিয়ে লতিফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক দাবি করেন, লতিফ পূর্ববাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা।
পুলিশ জানায়, বেড়া উপজেলার ঢালারচর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ২০১০ সালের ২০ জুলাই ব্রাশফায়ারে উপপরিদর্শক (এসআই) কফিলসহ তিন পুলিশ সদস্যকে হত্যা করা হয়।
এ ছাড়া ১৯৯৬ সালের ১১ সেপ্টেম্বর ঢালারচরে পুলিশি অভিযানের সময় চরমপন্থীদের গুলিতে এসআই হেদায়েতসহ তিনজন নিহত হন। আবদুল লতিফ দুই মামলারই পলাতক আসামি।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে পাবনা সদর, আমিনপুর, বেড়া, সুজানগর, সদর, পাংশা, রাজবাড়ী থানায় হত্যা, ডাকাতিসহ ডজনখানেক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।