নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে পাঁচ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও ক্ষতিকর উপাদান ব্যবহারের দায়ে মদন গোপাল সুইস কেবিনসহ মোট পাঁচটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (৯ আগস্ট) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
শহরের গৌরাঙ্গবাজারের মদন গোপাল সুইস কেবিনকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির জন্য এক লাখ টাকা, গাইটাল এলাকার আল মাসুম ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর কৃত্রিম রং ব্যবহারের জন্য এক লাখ টাকা, কালিবাড়ী মোড়ের জয়কালি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজকে খাবারে তেলাপোকা ও অস্বাস্থ্যকর রান্নাঘরের জন্য এক লাখ টাকা, বড় বাজারের শ্রী রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারকে নোংরা পরিবেশে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণের জন্য এক লাখ টাকা ও বত্রিশ এলাকার এ.টি. ফ্লাওয়ার মিলসকে অনিবন্ধিত অবস্থায় ময়দা বাজারজাত করার জন্য এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে কিশোরগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ র্যাব ও পুলিশের একটি দল উপস্থিত ছিল।