চেয়ারম্যানের বাড়ি থেকে গৃহপরিচারিকা নিখোঁজ

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুর বাসা থেকে কিশোরী গৃহপরিচারিকা নিখোঁজ হয়েছে।
এই ঘটনায় থানায় আজ মঙ্গলবার সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন নিখোঁজ গৃহপরিচারিকা নিলুফা ইয়াসমিনের (১৭) বাবা মো. নূর ইসলাম। তিনি পেশায় একজন রিকশাচালক।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ২০১৭ সালে মাগুরার শালিখা উপজেলার হরিষপুর গ্রামের নিলুফা ইয়াসমিনকে গৃহপরিচারিকার কাজের জন্য হরিঢালী ইউপির চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুর বাড়িতে পাঠানো হয়। প্রায় এক বছর মেয়েটি চেয়ারম্যানের খুলনা শহরের সোনাডাঙ্গা খালাশী মাদ্রাসা রোডের বাসায় গৃহপরিচারিকার কাজ করছিল। গত শুক্রবার ঈদুল ফিতরের আগের দিন মেয়েটি ওই বাসা থেকে উধাও হয়।
নিলুফা ইয়াসমিন নিখোঁজের বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানায় চেয়ারম্যান রাজুর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
এদিকে নূর ইসলাম তাঁর মেয়ের সন্ধান চেয়ে আজ দুপুরে সোনাডাঙ্গা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করছেন ওই থানার উপপরিদর্শক (এসআই) রহিত কুমার। তিনি জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এ বিষয়ে চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু বলেন, ঈদের আগের দিন থেকে মেয়েটিকে পাওয়া যাচ্ছে না। সোনাডাঙ্গা মডেল থানায় একটি জিডি করা হয়েছে। কিশোরী নিলুফা স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়েছে বলেও দাবি করেন এই চেয়ারম্যান।
এদিকে নূর ইসলাম বলেন, চেয়ারম্যানের ম্যানেজার পরিচয়ে একজন ব্যক্তি ফোন করে নানা ধরনের হুমকি দিচ্ছেন। এ নিয়ে বেশি বাড়াবাড়ি না করতেও তাঁকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে জানান তিনি।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছেন তাঁরা। ওই কিশোরীর নিখোঁজ হওয়ার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।