চুয়াডাঙ্গায় ‘মাদক ব্যবসায়ী’র গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার হাউসপুর আটকপাটের কাছে থেকে লাশটি উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশ।
নিহত ওল্টু মিয়া (৩৩) একজন মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, আলমডাঙ্গা পৌর এলাকার স্টেশনপাড়ার বাসিন্দা ওল্টু চিহ্নিত মাদক ব্যবসায়ী। সকাল ৮টার দিকে এলাকাবাসী হাউসপুর আটকপাট বটগাছের নিচে একজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
এলাকাবাসীর সহায়তায় ওল্টুর পরিচয় জানা যায়। তিনি আলমডাঙ্গার ‘মাদক সম্রাজ্ঞী’ মিনির জামাই বলে জানা গেছে। নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ছিনতাইয়ের ৮-১০ টি মামলা রয়েছে।
দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।