পাবনায় দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার সুজানগর উপজেলা বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ছয়জন। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। আজ বুধবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে সুজানগর পৌর বাজারে এ সংঘর্ষ ঘটে।
আহতরা হলেন—উপজেলার তাঁতীবন্দ গ্রামের শেখ আব্দুর রউফ (৪৫), ভবানীপুর গ্রামের ইয়াকুব (৩৩), কাছিপাড়া গ্রামের তুষার (৪০), সুজানগর গ্রামের সুজন (৪৫), আসলাম (৪৫) ও মনজেল (৪৫)। এদের মধ্যে গুলিবিদ্ধ চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি দুজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এবং অপর গ্রুপের নেতা শাহজাহান শেখের মধ্যে আধিপত্য নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার সকালে এই দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ছয়জন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। গুলিবিদ্ধ চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ বাকি দুজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাজাহান শেখ পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিবের অনুসারী হিসেবে পরিচিত এবং শেখ আব্দুর রউফ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিনের অনুসারী বলে জানা গেছে।
এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান বলেন, ‘আহতদের চিকিৎসার জন্য পাবনার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। আহতদের পরিবার অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’