টিস্যু দিয়ে মুখ মুছে ৩৫ জন অচেতন

রাজশাহী সিটি বাইপাস পশুরহাটে হোটেলে খাওয়া শেষে টিস্যুতে মুখ মুছে ৩৫ জন গরুর ব্যবসায়ী ও ট্রাকচালক অচেতন হয়ে পড়েছেন। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
urgentPhoto
অসুস্থ ২৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সিটি বাইপাস পশুরহাটের জাফরের হোটেলে খাবার খাওয়ার পর হোটেল থেকে দেওয়া টিস্যুতে মুখ মুছে অচেতন হয়ে পড়েন তাঁরা। তাঁদের কয়েকজনের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার সাসপুর গ্রামে।
এ ঘটনায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ হোটেল মালিক জাফরের ছেলে ফয়সালসহ চার কর্মচারীকে আটক করেছে। তবে ঘটনার পরপরই হোটেল মালিক জাফর সটকে পড়েছেন।
প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হওয়া গরু ব্যবসায়ী লিটন জানান, সকাল ১০টার পর থেকে সিটি বাইপাস পশুর হাটে গরু কিনতে আসা পাইকারি ব্যবসায়ী এবং ট্রাকের চালক ও হেলপার মিলে ৪০ জন বিভিন্ন সময়ে হাটের ভেতরে অবস্থিত জাফরের হোটেলে গরুর মাংস দিয়ে ভাত খান। খাওয়া শেষে হোটেল থেকে প্রত্যেককে হাত ও মুখ মোছার জন্য টিস্যু দেওয়া হয়। টিস্যুতে মুখ মোছার পরে একে একে অচেতন হয়ে পড়েন গরুর ব্যবসায়ী, ট্রাকচালক ও সহকারীরা। এ ঘটনার পর হাটের অন্যান্য ব্যবসায়ী ও ক্রেতারা অসুস্থ ব্যক্তিদের দ্রুত উদ্ধার করেন। প্রাথমিকভাবে তাদের হাটের ফাঁকা স্থানে রাখা হয়। পরে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গরু ব্যবসায়ীরা জানান, হোটেলের টিস্যুতে মুখ মুছে অন্তত ৩৫ জন অচেতন হয়ে পড়েছেন। এদের মধ্যে কামরুজ্জামান, সেলিম, সিদ্দিক, আমজাদ হোসেন, আবদুল হালিম, বেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন, সাইদুর রহমান, জুয়েল, হারুন, ইকবাল হোসেন, খায়রুল ইসলাম, আবদুর রশিদ, কালু, জজমিয়া ও জাকারিয়াসহ ২৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিটি বাইপাস পশুর হাটের ব্যবসায়ী আনিসুর রহমান বলেন, ‘এভাবে কখনো গণহারে ব্যবসায়ীদের অচেতন করার কথা শুনিনি। এ ধরনের ঘটনা ঘটতে থাকলে এ হাটে মানুষ আর আসতে চাইবে না।’
রাজশাহী সিটি পশুর হাটের ইজারাদার ও নগরীর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু জানান, শনিবার রাতে দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকারি গরুর ব্যবসায়ীরা সিটি বাইপাস পশুরহাটে গরু কিনতে আসেন। আজ সকালে ৩৫ থেকে ৪০ জন গরুর ব্যবসায়ী জাফরের হোটেলে খাওয়া-দাওয়া করেন। এরপরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁদের মধ্যে গুরুতর অসুস্থ ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অন্য অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান বলেন, গরু ব্যবসায়ীদের অচেতন হওয়ার ঘটনায় পুলিশ হোটেল মালিকের ছেলেসহ চারজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন দোকান মালিকের ছেলে ফয়সাল হোসেন, কর্মচারী গিয়াস উদ্দিন, সোহরাব হোসেন ও আবদুল হালিম। তবে পলাতক হোটেল মালিক জাফর আলী।
নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। ব্যবসায়ীরা অসুস্থ হয়ে পড়লেও সঙ্গে থাকা অন্য লোকজন সজাগ থাকায় কারো কোনো টাকা-পয়সা খোয়া যাওয়ার ঘটনা ঘটেনি।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে অন্য কোথাও কিছু খেয়ে তাঁরা রাজশাহী সিটি পশুর হাটে আসেন। সকালে নাশতা করার পর এর প্রতিক্রিয়ায় তাঁরা অসুস্থ হয়ে পড়েন। খাবারের বিষক্রিয়ায় নাকি অজ্ঞান পার্টির তৎপরতায় ব্যবসায়ীরা অচেতন হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।