চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনকষায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কাইয়ুম শেখ (৩০) নামের একজন নিহত হয়েছেন। নিহত কাইয়ুম মনকষা গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, নিহত কাইয়ুম মাদক ব্যবসায়ী ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মনাকষায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। রাত আড়াইটার দিকে একটি বাড়ি ঘিরে তল্লাশির প্রস্তুতির সময় ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সেখান থেকে কাইয়ুম শেখ ও ফিরোজ আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সকাল সোয়া ৭টার দিকে মারা যান কাইয়ুম শেখ। ঘটনাস্থল থেকে সনি নামের আরেকজনকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার জানান, নিহত কাইয়ুম শেখ মাদক ব্যবসায়ী। আর ফিরোজ আহমেদ হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চারটি গুলি ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।