খুলনায় ৪ ঘণ্টায় দুই ব্যক্তির লাশ উদ্ধার

খুলনা মহানগরীর দুটি স্থান থেকে আজ সোমবার অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আড়ংঘাটা থানা এলাকার একটি চিংড়িঘের থেকে একজন এবং বেলা সাড়ে ৩টার দিকে মহানগরীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আরো একজনের লাশ উদ্ধার করা হয়।
আড়ংঘাটায় উদ্ধার হওয়া মরদেহের ব্যাপারে খুলনা মহানগর পুলিশের মুখপাত্র (এডিসি) সোনালী সেন জানান, উদ্ধার করা লাশটির দুই ভ্রূর মাঝখানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন আছে। এ ছাড়া ঊরুসহ শরীরের বিভিন্ন স্থানে কোপের দাগ রয়েছে।
এডিসি বলেন, আড়ংঘাটার বরইতলা হাইওয়ে সড়ক থেকে কিছুটা দূরে একটি চিংড়ি ঘেরে ভাসমান লাশ দেখে আজ দুপুরের দিকে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
উদ্ধারের সময় লাশটির পরনে কোনো বস্ত্র ছিল না। মৃত ব্যক্তির বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রেজাউল করিম জানান, এলাকাবাসী লাশটিকে শনাক্ত করতে পারেনি। তাদের ধারণা, লাশটি হয়তো অন্য কোনো জায়গা থেকে এনে চিংড়িঘেরে ফেলে রেখে যাওয়া হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানতে এরই মধ্যে বিভিন্ন স্থানে পুলিশ বার্তা পাঠিয়েছে বলে উল্লেখ করেন রেজাউল।
অপরদিকে দুপুরের পর নগরীর যশোর রোড এলাকায় পিকচার প্যালেস মোড়ে হোটেল আজমল ইন্টারন্যাশনালের একটি কক্ষ থেকে আরো এক অজ্ঞাতপরিচয় পুরুষের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন এডিসি সোনালী সেন। এই ঘটনায় হোটেলের ব্যবস্থাপকসহ দুজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।