হামজা ব্রিগেডের চার সদস্য তিনদিনের রিমান্ডে

চট্টগ্রাম থেকে আটক শহীদ হামজা ব্রিগেডের চার সদস্যের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোসাদ্দেক মিনহাজ এই রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম জানান, গত ১৯ ফেব্রুয়ারি হাটহাজারীর আল জামেয়াতুল আবু বকর নামের একটি কওমি মাদ্রাসা থেকে জঙ্গি তৎপরতার অভিযোগে ১২ জনকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত ৩ সেপ্টেম্বর এদের মধ্যে মো. ইউসুফ, মোস্তাকিন বিল্লাহ, আসাদুল্লাহ ও হারুনুর রশিদের পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) রুহুল আমিন। আজ শুনানি শেষে আদালত এঁদের প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া গত ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম-বাঁশখালী মহাসড়কের আড়াই কিলোমিটার দূরে গভীর জঙ্গলে সাধনপুর লটকন পাহাড় এলাকা থেকে পাঁচজন, ২৮ ফেব্রুয়ারি হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তিনজন ও ১৩ এপ্রিল চট্টগ্রাম শহর থেকে হামজা ব্রিগেডের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।