চুয়াডাঙ্গায় সাতটি সোনার বারসহ একজন আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে অভিযান চালিয়ে সাতটি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬ ব্যাটালিয়নের একটি দল। এ সময় ইদ্রিস আলী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গার লোকনাথপুর এলাকার তেলপাম্পের কাছে ঢাকা থেকে দর্শনাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। আটক ইদ্রিস আলী যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের খলশি গ্রামের বাসিন্দা।
বিজিবি ৬ ব্যাটালিয়নের পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিচালকের তত্ত্বাবধানে ও নায়েক রাসেল শিকদারের নেতৃত্বে আজ ভোর সাড়ে ৪টার দিকে লোকনাথপুর তেলপাম্পের কাছে অভিযান চালিয়ে ইদ্রিস আলীকে সাতটি সোনার বারসহ আটক করেন বিজিবির সদস্যরা। তাঁকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। সোনার বারগুলো জেলা হিসাবরক্ষণ কার্যালয়ে (ট্রেজারি অফিস) জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা করা হয়েছে।