মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

‘সাক্ষরতা আর দক্ষতা, টেকসই সমাজের মূল কথা’ প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাইরুল হাসানের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তৌফিকুজ্জামান, সদর উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেনসহ জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা র্যালিতে অংশ নেয়।