খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার করে নিল ‘জুম্ম ছাত্র-জনতা’

খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। তবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, দাবি পূরণ না হলে আরও অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা করা হবে।
আজ শনিবার (৪ অক্টোবর) সকালে ‘জুম্ম ছাত্র-জনতা’ নামের একটি ফেসবুক পেজ থেকে জুম্ম মিডিয়া সেল বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে কর্মসূচি আপাতত প্রত্যাহার করা হলো।
বিবৃতিতে আরও বলা হয়, অতি দ্রুত আট দফা দাবি কার্যকরভাবে বাস্তবায়ন না হলে, জুম্ম ছাত্র-জনতা আরও অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা করতে দ্বিধা করবে না।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাত ১১টা থেকে সড়ক অবরোধ স্থগিতের ঘোষণা দিয়েছিল ‘জুম্ম ছাত্র-জনতা’। সংগঠনটি তাদের ফেসবুক পেজে জানিয়েছিল, প্রশাসনের আশ্বাস এবং শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে তারা ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করেছে। তবে আট দফা দাবি পূরণ না হলে আবারও কঠোর কর্মসূচি গ্রহণের কথা বলা হয়।
প্রসঙ্গত, এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বেশ কয়েকদিন ধরে খাগড়াছড়ি উত্তাল ছিল এবং সড়ক অবরোধ শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গুইমারায় সংগঠিত সংঘর্ষে তিনজন নিহত হন। পুলিশ বাদী হয়ে ১১০০-১২০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে তিনটি মামলা দায়ের করে।