প্রতিটি স্কুলে স্থানীয় তহবিল তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

স্কুলগুলোতে স্থানীয় ব্যক্তিদের অনুদান গ্রহণ করে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
urgentPhoto
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন এলাকায় অনেক বিত্তশালী মানুষ আছে। তাঁদের এত সম্পদ হয়ে গেছে যে সম্পদ খরচ করারও জায়গা পান না... এমনও অনেক বিত্তশালী বাংলাদেশে আছেন। প্রত্যেকটা স্কুলে স্থানীয়ভাবে ওই স্কুল পরিচালনা কমিটি, অভিভাবক এবং যারা স্থানীয় জনগণ, সবাই মিলে যদি পদক্ষেপ নেন, প্রত্যেকটি স্কুলে একটি আলাদা ফান্ড তৈরি করা যায়, তাহলে কারো কাছে হাত পাততে হবে না। আর সরকার কত টাকা দিল, সেটাও দেখতে হবে না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি টাকা দিতে গেলেই সেসব টাকা তো আর সব ছাত্রদের খাদ্যে যাবে না। সেটা কোথায় কোথায় কার পকেটে চলে যাবে, তার কোনো হিসাব থাকবে না। একটা কথা আছে, সরকারি মাল দরিয়ামে ঢাল।’
এ সময় রাজধানীর জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়গুলোকে সংস্কার করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য কোনো সরকার শিক্ষাকে গুরুত্ব দেয়নি।’
১৯৯৮ সালে বাংলাদেশ ইউনেস্কো সাক্ষরতা পদক পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এ ক্ষেত্রে সহাস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনেক আগেই অর্জিত হয়েছে।