খুলনায় ছুরিকাঘাতে পলিটেকনিক শিক্ষার্থী নিহত

খুলনায় নগরীর সদর থানার দোলাখোলা মোড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৩) নামের এক ছাত্র নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নিহত মেহেদী নগরীর বয়রা এলাকার একটি বেসরকারি পলিটেকনিকের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাবার নাম মামুন হাওলাদার। মেহেদীরা বাগমারা মেইন রোডে এলাকায় থাকতেন।
জানা গেছে, সন্ধ্যায় দোলখোলা এলাকায় দুর্বৃত্তরা মেহেদীর পিঠে ও মুখে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ সময় লোকজন মেহেদীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মামুন হাওলাদার জানান, বুধবার সন্ধ্যায় তাঁদের মোবাইলে জানানো হয়, মেহেদী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এই খবর পেয়ে তাঁরা এসে মেহেদীর মৃতদেহ দেখতে পান। খুনের বিষয়ে তাঁরা কোনো কিছুই অনুমান করতে পারছেন না।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মুখমাত্র অতিরিক্ত উপকমিশনার সোনালী সেন বলেন, ‘মেহেদীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। এ বিষয়ে কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত করছে।’