মাগুরায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মাগুরার সদর উপজেলায় দুর্ঘটনার পর উল্টে থাকা ইঞ্জিনচালিত ভ্যান (গ্রামবাংলা)। ছবি : এনটিভি
মাগুরার সদর উপজেলায় ইঞ্জিনচালিত ভ্যান (গ্রামবাংলা) ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচযাত্রী। আজ বুধবার দুপুরে উপজেলার মাগুরা-শ্রীপুর সড়কের নিজনান্দুয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুর ইসলাম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত যুবকের নাম প্রাথমিকভাবে কাজল (৩৫) বলে জানা গেছে।
আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাংলাটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হবে।