খুলনায় ঘরে যুবকের গলাকাটা লাশ

খুলনা নগরীতে শোবার ঘর থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম ফরহাদ হোসেন শেখ ওরফে আপন (৩২)।
আজ শুক্রবার সকালে নগরীর বয়রা আফজালের মোড়ে একটি বাড়ি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। ঘরে একটি ধারালো ছুরি পেয়েছে পুলিশ। নিহত আপন রূপসা উপজেলার যুগিহাটী গ্রামের বাসিন্দা। তিনি নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে চাকরি করতেন।
খালিশপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের জানান, আবু নাসের হাসপাতালে চাকরি করার কারণে নগরীর আফজালের মোড়ে একা একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন আপন। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে আপনের ফোন বন্ধ পাওয়ায় তাঁর স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে রাত সাড়ে ১২টার দিকে পুলিশের সহায়তায় ঘরের তালা ভেঙে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাঁকে ছুরি দিয়ে গলা কেটে হত্যার পর বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
আপনের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।