সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি

যমুনার পানি কমতে শুরু করায় সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ছবি : এনটিভি
সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে। এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নদী ভাঙন। এতে চরম দুর্ভোগে পড়েছে চরাঞ্চলের লোকজন। তাদের অনেকেই আশ্রয় নিয়েছে নিরাপদ দূরত্বে।
এদিকে বন্যাকবলিত এলাকায় বন্যা পরবর্তী পানিবাহিত চর্ম রোগ দেখা দিয়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে ডায়রিয়া ও আমাশয়। তবে এসব অঞ্চলের মানুষের অভিযোগ তারা কোনো স্বাস্থ্যসেবা পাচ্ছে না।
বন্যায় বেশি ক্ষতি হচ্ছে উঠতি ফসলসহ শীতকালীন সবজি চাষাবাদ। গবাদি পশুর খামারগুলো নিয়ে অনেকটাই বিপদের মধ্যে রয়েছে খামারিরা।