যশোরে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

যশোরের বাঘারপাড়া ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এম এ আউয়াল। ফাইল ছবি
যশোরের বাঘারপাড়া ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এম এ আউয়ালকে ইয়াবাসহ আটক করেছেন র্যাব ৬-এর সদস্যরা। আজ শনিবার সন্ধ্যার দিকে বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজার থেকে তাঁকে আটক করা হয়।
র্যাব ৬-এর স্কোয়াড্রন লিডার কাওসার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল চাড়াভিটা থেকে আউয়ালকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ১৬৩টি ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আউয়ালের বাড়ি বাঘারপাড়ার চাড়াভিটা-পাকের আলী এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে বাঘারপাড়া ও নড়াইল অঞ্চলে ইয়াবা ব্যবসা করে আসছিলেন বলে এলাকাবাসী জানায়।
বাঘারপাড়া ছাত্রলীগের আহ্বায়ক রেহমান জেমাম বলেন, আউয়াল বাঘারপাড়া ছাত্রলীগের সাত যুগ্ম সম্পাদকের একজন। ইয়াবাসহ আউয়াল র্যাবের হাতে আটক হওয়ার বিষয়টি তিনি জানেন না বলে জানান।