বেনাপোলে হোটেল থেকে যুবক গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলার বেনাপোল বাজারে একটি আবাসিক হোটেল থেকে মাহমুদুল হাসান (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, মাহমুদুলের বাড়ি বেনাপোলের বালুল্ডা গ্রামে। তিনি একজন অস্ত্র ব্যবসায়ী। আটকের পর তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) শাহাবুর বেনাপোল বাজারের মৌ হোটেলে অভিযান চালান। ওই সময় মাহমুদুল হাসানকে আটক করেন তিনি। পরে মাহমুদুলের দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ওসির দাবি, মাহমুদুল দীর্ঘদিন ধরে হোটেলে বসে অস্ত্র ব্যবসা করে আসছেন। আটকের পর বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।