নছিমন থেকে পড়ে শিশু নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমন থেকে পড়ে হৃদয় হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হৃদয় ভাটপাড়া গ্রামের কৃষক শরিফ উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্কুলছাত্রের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশে রওনা হয় হৃদয়। ওই সময় প্রধান সড়কে চলন্ত একটি নছিমনে উঠতে গিয়ে সে ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। এতে মাথায় ও বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানতে চাইলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, নছিমন চালকের বিরুদ্ধে নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তাই তারা মামলা কিংবা অভিযোগ করবে না বলে পুলিশকে জানিয়েছে। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের প্রস্তুতি চলছে।