পুলিশিং কমিটির সভাপতি অস্ত্রসহ গ্রেপ্তার

খুলনার তেরখাদা উপজেলায় ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির এক সভাপতিকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যও।
গ্রেপ্তারকৃত মো. আক্তারুজ্জামান হায়দার উপজেলার আজুগরা ইউনিয়ন পরিষদের সদস্য এবং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি। এ ছাড়া তিনি নিজেকে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলে দাবি করেন।
এ সময় আক্তারুজ্জামান হায়দারের ‘সহযোগী’ বলে পরিচিত মশিউর রহমান পলাশকেও আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার (এসপি) এস এম শফিক সংবাদ সম্মেলনে করে এসব তথ্য তুলে ধরেন।
এসপি আরো জানান, গতকাল তাঁদের তেরখাদা উপজেলার আনন্দনগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এরপরই তাঁদের জেলা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। তাঁদের কাছ থেকে একটি দেশি তৈরি শটগান, দেশি শার্টারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।