২ বছরের মধ্যে সব ভোটারকে স্মার্টকার্ড : ইসি সচিব

কক্সবাজারের চকরিয়া উপজেলায় রোববার স্মার্টকার্ড বিতরণ করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। ছবি : এনটিভি
নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, আগামী দুই বছরের মধ্যে দেশের সব ভোটারকে স্মার্টকার্ড দেওয়া হবে। আর এসব স্মার্টকার্ডের মাধ্যমে ২৩টির বেশি সরকারি সেবা পাবেন ভোটাররা।
রোববার কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসি সচিব এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, একটি অবাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করছে।
অনুষ্ঠানের সভাপতি করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর উদ্দিন মোহাম্মদ শিবলী নোমান। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম সভায় বক্তব্য দেন। পরে ভোটারদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হয়।