যশোরে আগ্নেয়াস্ত্র, গুলি, কোকেনসহ তিনজন আটক

যশোরে তিনটি আগ্নেয়াস্ত্র, গুলি, কোকেন ও বোমা তৈরির স্প্লিন্টারসহ তিনজনকে আটক করেছে র্যাব। আজ সোমবার দুপুরে যশোর শহরের ঝুমঝুমপুর চান্দেরমোড় এলাকার একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্প থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড্রন লিডার মো. কাউছার হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল আজ দুপুরে যশোর শহরের ঝুমঝুমপুর চান্দেরমোড় এলাকার তুষার ইমরানের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে সুমন, মেজবাউল ইসলাম ও ইমরান সবুজ নামের তিন ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, একটি এয়ারপিস্তল, দুটি গুলি, ১৭০ গ্রাম কোকেন ও বোমা তৈরির ৭০০ গ্রাম স্প্লিন্টার উদ্ধার করা হয়। আটক তিনজন দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল বলে র্যাব জানিয়েছে।