জেলগেট থেকে ফের আটক যশোর ছাত্রদলের নেতা

জাতীয়তাবাদী ছাত্রদলের যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোস্তফা আমির ফয়সালকে জেলগেট থেকে ফের আটক করেছে পুলিশ।
ছাত্রদল নেতারা অভিযোগ করেন, আজ সোমবার দুপুরে ফয়সাল যশোর কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পাওয়ার পর জেলগেট থেকে অজ্ঞাত ব্যক্তিরা একটি মাইক্রোবাসে ফয়সালকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আককাছ আলী জানান, ফয়সাল পুলিশ হেফাজতে আছে।
গত ২ মার্চ ঢাকায় গ্রেপ্তার হয়েছিলেন মোস্তফা আমির ফয়সাল। দীর্ঘদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকার পর গত জুলাই মাসে তাঁকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে ঢাকায় চারটি ও যশোরে তিনটি মামলা রয়েছে। এসব মামলায় সম্প্রতি তিনি হাইকোর্ট থেকে জামিন পান। জামিনের কাগজপত্র যশোর কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে আজ বেলা সাড়ে ১২টার দিকে মুক্তি পান ফয়সাল। কিন্তু জেলগেট থেকে তাঁকে ফের আটক করে পুলিশ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, 'শুনেছি ফয়সালকে জেলগেট থেকে ফের আটক করেছে পুলিশ। আমরা তাঁর ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছি।'