সেই বাসচালককে ডিবির হাতে তুলে দিলেন মোটরশ্রমিক নেতারা

নাটোরের লালপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় চ্যালেঞ্জার পরিবহনের বাসচালক শামীম হোসেনকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে তুলে দিয়েছেন বগুড়া মোটরশ্রমিক ইউনিয়নের নেতারা।
আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে বগুড়া শহরে মোটরশ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে শামীমকে গ্রেপ্তার করে নিয়ে যান জেলা ডিবি পুলিশের সদস্যরা।
গত ২৫ আগস্ট চ্যালেঞ্জার পরিবহনের একটি বাস কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। লালপুর উপজেলায় গেলে বাসটি পেছন থেকে যাত্রীবাহী একটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুসহ লেগুনার ১০ যাত্রী। হাসপাতালে নেওয়ার পথে আরো তিনজন মারা যায়। এরপর নাটোর জেলা হাসপাতালে আরো দুজনের মৃত্যু হয়।
ঘটনার পর থেকেই চ্যালেঞ্জার পরিবহনের বাসচালক শামীম হোসেন গা-ঢাকা দেন। পরে আজ বিকেলে তাঁকে বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকীর হাতে তুলে দেন বগুড়া মোটরশ্রমিক ইউনিয়নের নেতারা।
এদিকে, ১৯৯২ সাল থেকেই রুট পারমিট ছাড়াই চ্যালেঞ্জার পরিবহন রাস্তায় চলাচল করছিল বলে জানান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বগুড়ার কর্মকর্তারা।