আত্মসমর্পণ করার পথে আসামিকে ‘তুলে নেওয়ার’ অভিযোগ

মাগুরার মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ করার মামলার আসামি যুবলীগকর্মী আলী আকবরকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে সাদা পোশাকের লোকজন ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে আত্মসর্মপণ করতে আদালতে আসার পথে এই ঘটনা ঘটে বলে তাঁর আইনজীবী জানিয়েছেন।
তবে পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে।
আলী আকবরের আইনজীবী ও মাগুরা জজ আদালতের জ্যেষ্ঠ সদস্য শফিকুল ইসলাম মোহন সাংবাদিকদের জানান, আজ বুধবার সকাল ১০টার দিকে আলী আকবরকে (৪০) নিয়ে আত্মসমর্পণের জন্য যাচ্ছিলেন। তখন আদালত চত্বর থেকে ডিবি পুলিশ তাঁকে বেআইনিভাবে আটক করে নিয়ে যায়।
আলী আকবরের স্ত্রী রিনা পারভীন অভিযোগ করেন, তাঁর স্বামীকে আদালত চত্বর থেকে সাদা পোশাকের ডিবি পুলিশ টেনে হিঁচড়ে ধরে নিয়ে গেছে।
তবে মাগুরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক আসামি আলী আকবরকে আটকের বিষয় অস্বীকার করেন। তিনি এনটিভি অনলাইনকে বলেন, পুলিশের একাধিক দল আলী আকবরকে আটকের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে।
গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের কামরুল ভূঁইয়া পক্ষের লোকজনের সঙ্গে আজিবর ও আলী আকবরের সমর্থকদের অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ মমিন ভূঁইয়া পরের দিন মারা যান। গত ১৭ আগস্ট এ ঘটনার অন্যতম আসামি আজিবর শেখ পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।