ঝিনাইদহে ‘অস্ত্র গুলি বোমা মাদক’সহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

ঝিনাইদহ পৌর ছাত্রদলের সভাপতি আবিদ রহমান নয়নকে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি
ঝিনাইদহ পৌর ছাত্রদলের সভাপতি আবিদ রহমান নয়নকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে জেলা শহরের বাইপাস এলাকার আইয়ুব মোড় থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে অস্ত্র, গুলি, হাত বোমা ও মাদক পাওয়া যায় বলে পুলিশ দাবি করেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বাইপাস এলাকার আইয়ুব মোড়ে অভিযান চালানো হয়। এ সময় একটি দেশি পিস্তল, দুটি গুলি, দুটি হাত বোমা ও ৫১টি ইয়াবাসহ পৌর ছাত্রদলের সভাপতি নয়নকে আটক করা হয়।
নয়নের বাড়ি জেলা শহরের মহিলা হোস্টেলপাড়ায়। তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা আছে বলে ওসি জানিয়েছেন।